ভিয়েতনামের চালের প্রথম চালান পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৭ এএম, ১৩ জুলাই ২০১৭

ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি অনুযায়ী ২০ হাজার মেট্রিক টনের প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী অ্যাডভকেট কামরুল ইসলাম।

তিনি এ সময় বলেন, চলতি মাসের ২৪ তারিখে আরও এক লাখ ১০ হাজার মেট্রিক টন চাল আনা হবে। এছাড়া আগস্টে সাড়ে চার লাখ মেট্রিক টন চাল আনা হবে। 

মন্ত্রী জানান, আগামী আগস্টের মধ্যে সরকারের খাদ্য মজুতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট থেকে ১০ লাখ মেট্রিক টন। 

তিনি আরও বলেন, যেসব মিল মালিক চাল মজুদ করেছেন, এমন ১৬ হাজার মিল মালিককে কালো তালিকাভুক্ত করেছে সরকার। এসব মিল মালিকদের কাছ থেকে আগামী তিন বছর চাল কেনা হবে না।

এমইউএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।