শাহজালালে এক কেজি স্বর্ণ উদ্ধার


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৩ মে ২০১৫
ফাইল ছবি

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো শিপম্যান্ট থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ‍উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় লাখ টাকা।

শুক্রবার রাতে হংকং থেকে আসা এ্‌ইচএক্স বিমানে ওই স্বর্ণ আসে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার (এসি) উম্মে নাহিদা আক্তার।

তিনি জানান, সিইপিজেডেএর রিফাত ফ্যাশন এর নামে আসা কাঠের একটি কনটেইনার আসে। উদ্ধারকৃত ওই স্বর্ণ কার্গো শিপম্যান্টের ভেতরে চালের বস্তার নিচে ছিল।
 
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা ওই স্বর্ণ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।