আদিবাসী তরুণীকে ধর্ষণের আলামত মিলেছে


প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৩ মে ২০১৫

রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় চলন্ত মাইক্রোবাসে গণধর্ষণের শিকার আদিবাসী তরুণীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে।

তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারের সিনিয়র সহকারী কমিশনার লাকী আক্তার জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে তদন্তকারী কর্মকর্তা আইনি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘ধর্ষণের শিকার ওই আদিবাসী তরুণীকে শুক্রবার রাত ১২টার দিকে ভাটারা থানা থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয়ের পাঁচ যুবক ওই তরুণীকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার রাস্তা থেকে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ করে।

এ ঘটনায় শুক্রবার ওই তরুণী নিজে বাদী হয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে ভাটারা থানায় মামলা দায়ের করেন।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।