সরকারকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানালেন হান্নান শাহ


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

জনগণের ভাষা বুঝে আলোচনার মাধ্যমে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

তিনি বলেন, এখনো সময় আছে, জনগণের ভাষা বুঝে সব দলের অংশগ্রহণে নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। তখন পালানোর পথ পাবেন না।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ফ্রি থিংকারস ফোরাম আয়োজিত ‘বাংলাদেশে খুন-গুম-অপহরণ-মানবাধিকার ও বিচারব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় হান্নান শাহ এসব কথা বলেন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে বিএনপি। যদিও ক্ষমতাসীনরা বলছে, সংবিধান অনুযায়ী ২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয়, আলোচনাও নয়।

এ অবস্থায় শনিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে বড় দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন।

জাপানি প্রধানমন্ত্রী বলেন, ‘আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত, যে সমাধান বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং আন্তর্জাতিক সমাজও মেনে নেবে।’

হান্নান শাহ বলেন, নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে যায়। কারণ তারা জানেন, তাদের সঙ্গে জনগণ নেই। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ নেতারা জামানত ফেরত পাবে না।

আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে বাকশাল কায়েমের লক্ষ্যে একের পর এক আইন পরিবর্তন করছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।