আাদাবরে র‌্যাবের ভেজাল পানীয় বিরোধী অভিযান


প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৩ মে ২০১৫

রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় ভেজাল পানীয় বিরোধী অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার সকাল ১১টায় আদাবরের ‘ঢাকা উদ্যান’ সংলগ্ন এলাকায় ভেজাল পানি প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান শুরু হয়েছে।

র‌্যাব-২ ব্যাটালিয়নের সহযোগীতায় অভিযান পরিচালিত হচ্ছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সর্বশেষ খবর অনুযায়ী ভেজাল পানি প্রক্রিয়াজাতকরণের ২টি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব।

দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাব-২ এর সহকারি পরিচালক সিনিয়র এএসপি মারুফ হোসেন।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।