বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় এনআইডি
ভোটার যোগ্য হওয়ার সত্ত্বেও যেসব বিসিএস পরীক্ষার্থী ভোটার হননি তাদেরকে বিশেষ ব্যবস্থায় ভোটার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, বিসিএস পরীক্ষার্থীরা ভোটারযোগ্য হয়েছেন অনেক আগেই। তবুও কেউ বাদ পড়ে থাকলে তাদের দ্রুত নিবন্ধিত করে জাতীয় পরিচয়পত্র দিতে ব্যবস্থা নেয়া হবে।
বিসিএস পরীক্ষায় আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্র দেয়ার বাধ্যবাধকতার বিষয়ে তিনি বলেন, বিসিএস পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের গড় বয়স ২২-২৪ বছর। যেহেতু তারা আগেই ভোটারযোগ্য হয়েছে তাদের হাতে এনআইডি থাকার কথা। তবুও কেউ যদি বাদ পড়ে থাকে, এখনই ভোটার হতে চায় তাদের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
প্রথম শ্রেণির দুই হাজার ২৪টি পদে নিয়োগ দিতে গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে অংশ নিতে ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
দেশের ১০ কোটি ১৮ লাখেরও বেশি নাগরিক বর্তমানে ভোটার তালিকাভুক্ত রয়েছে। যাদের মধ্যে ৯ কোটিও বেশি ভোটারের হাতে রয়েছে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র। এদের স্মার্টকার্ড দেয়ার প্রক্রিয়া চলমান।
এইচএস/জেএইচ/এমএস