এবার ঢামেকে আনসার সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


প্রকাশিত: ০২:২৮ এএম, ২৩ মে ২০১৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। পঞ্চগড় থেকে আসা এক রোগীর ২০ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে হাসপাতালে কর্তব্যরত বকুল নামে এক আনসার সদস্যের বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে ধর্ষণের অভিযোগ এনে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন ওই তরুণী। মামলা দায়েরের পর থেকে ওই আনসার সদস্য পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল ওই রোগী চিকিৎসা নিতে হাসপাতালের ২১৯ নম্বর কেবিনে ভর্তি হন। এরপর রোগীর সঙ্গে থাকা তার মেয়ের সঙ্গে সেখানে কর্মরত বকুল সরকার নামের এক আনসার সদস্যের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ওই আনসার সদস্য তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে শাহবাগ থানায় ধর্ষণের অভিযোগ করেন ওই তরুণী।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে একটি মামলা হয়েছে। আনসার সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ তা খতিয়ে দেখা হচ্ছে। আসনার সদস্য পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে। আর ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখা হবে।

উল্লেখ্য, রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় গত বৃহস্পতিবার রাতে এক আদিবাসী তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নাম্বর ২৬। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।