২২ মে : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:১১ পিএম, ২২ মে ২০১৫

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১১টায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় ভাঙচুর, আহত ২৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তাণ্ডব চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা ও স্থানীয় মাদ্রাসা ছাত্ররা। শুক্রবার জুমার নামাজের পর এ হামলার ঘটনা ঘটে।

ভারতকে বাংলাওয়াশ করলেই টাইগারদের র‌্যাংকিং ৬
আসন্ন ভারতের সঙ্গে সিরিজে নতুন এক মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে টাইগারদের। তিনটি ওয়ানডে ও ১টি টেস্ট খেলতে ৭ জুন ভারতীয় ক্রিকেট দল ঢাকা সফরে আসবে।

আগামী বাজেটের আকার হবে ৩ লাখ কোটি টাকার বেশি
আগামী অর্থবছরে জাতীয় বাজেটের আকার ৩ লাখ কোটি টাকার বেশি হবে বলে। তবে এর আকার চূড়ান্ত করতে আরো তিন-চার দিন সময় লাগতে পারে বলে  জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীতে আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় মামলা
রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার রাতে আদিবাসী তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আন্দোলন অব্যাহত থাকবে : মওদুদ
যতদিন অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসবে, ততদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।’

মানবপাচারে জড়িত থাইল্যান্ডের পুরো একটি গ্রাম
বিবিসির সাংবাদিক জনাথন হেডের অনুসন্ধানে থাইল্যান্ডে মানবপাচারের ভয়কর রূপ বেরিয়ে এসেছে। অনুসন্ধানে নেমে এই সাংবাদিক দেখেছেন, কীভাবে একটি পুরো গ্রাম শুধুমাত্র টাকার জন্য পাচারকারীদের সাহায্য করছে। চলতি মাসের শুরুর দিকে কিছু থাই স্বেচ্ছাসেবীর সঙ্গে থাই জঙ্গল চষে বেরিয়েছেন এ সাংবাদিক।

মেঘনায় ১৬ টন চালসহ ট্রলার ডুবি (ভিডিও)
ভোলার মনপুরার মেঘনা নদীতে ১৬ টন চালসহ একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার দুপুর ১টায় নদীর রামনেওয়াজের কাছাকাছি পৌঁছলে ঝড়ো বাতাসে উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।

এফবিসিসিআই নির্বাচন শনিবার
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-২০১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।