আয়ারল্যান্ডে সমলিঙ্গ বিয়ের বৈধতা প্রশ্নে ভোট


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২২ মে ২০১৫

আয়ারল্যান্ডে সমলিঙ্গদের বিয়ের বৈধতা দিতে শুক্রবার দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণের মাধ্যমে মূলত বিষয়টিকে সাংবিধানিক বৈধতা দেয়া হবে কিনা তা দেশটির ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে রাত ১০ টা পর্যন্ত। শনিবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে।  সাংবিধানিক এই ভোটে ভোটারদের কাছে প্রশ্ন রাখা হবে, ‘লৈঙ্গিক পার্থক্য ছাড়াই দুই মানুষের মধ্যে বিয়ে আইনত বৈধ হবে’ এতে তার সম্মতি রয়েছে কি না।

উল্লেখ্য,  বর্তমানে বিশ্বের ১৯টি দেশে সমলিঙ্গ বিয়ে বৈধ।  আর আয়ারল্যান্ডে সমকামিতাকে অপরাধের তালিকা থেকে ২২ বছর আগেই তুলে নেয়া হয়েছে। ২০১০ সালে দেশটির সরকার সিভিল পার্টনারশিপ আইন পাস করে। ওই আইনের মধ্যদিয়ে সমলিঙ্গসঙ্গীদের আইনগতভাবে বৈধ বলে স্বীকার করে নেয়া হয়। কিন্তু সিভিল পার্টনারশিপ ও বিয়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়ে যায়। সেগুলো দূর করতেই এই ভোটের আয়োজন করা হয়েছে।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।