৫৭ ধারা নিয়ে মন্ত্রণালয়ে পর্যালোচনা সভা আজ


প্রকাশিত: ০৩:৩০ এএম, ০৯ জুলাই ২০১৭

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করা হবে কিনা আইন মন্ত্রণালয়ের এক পর্যালোচনা সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।

রোববার বেলা ১১টায় ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ নিয়ে আইন মন্ত্রণালয়ে এ সভা ডাকা হয়েছে। এ সভাতে বিতর্কিত ৫৭ ধারা নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

তবে মন্ত্রীসহ সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়ন হলে আইসিটি আইনের ৫৭ ধারা থাকবে না। ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রণালয়ে যাচাই-বাছাই অবস্থায় রয়েছে।

এরআগে গত ১৬ মে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬ এর খসড়া নিয়ে মতবিনিময় সভা হয়। আজ ওই মতবিনিময়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

২০০৬ সালে আইসিটি আইন হলেও ২০১৩ সালে তা সংশোধন করা হয়। এই আইনের ৫৭ ধারা নিয়ে রয়েছে বিতর্ক। চলতি বছরের প্রথম ছয় মাসেই ৫৭ ধারায় দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকসহ ২০টিরও বেশি মামলা হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।