পুলিশের আমের খাঁচায় ফেনসিডিল!
পুলিশ পরিচয় দেয়া এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রীর আমের খাঁচা থেকে বেরিয়ে এলো ৪৯৬ ফেনসিডিলের বোতল। এ সময় দুজনকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা তল্লাশিকালে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজুল ইসলাম ও সিএনজি চালক জহুরুল ইসলাম। তাদের কাছ থেকে ৪৯৬ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
ট্রাফিক (নর্থ) বিভাগের ডিউটিরত সার্জেন্ট আব্দুল্লাহিল কবির জানান, সকাল পৌনে ৯টায় ইসিবি চত্বরে একটি সিএনজিকে (গাজীপুর-থ-১১-৭৪০৫) থামার নির্দেশ দেন। সিএনজিতে অবস্থানরত যাত্রী সিরাজুল ইসলাম নিজেকে মিরপুর থানার পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। এ সময় সার্জেন্টের সন্দেহ হলে তিনি পুলিশ আইডি কার্ড দেখাতে বলেন। তিনি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হলে সন্দেহ আরও ঘনীভূত হয়। একপর্যায়ে তিনি ওই সিএনজি তল্লাশি করে চার কেস আমের ঝুড়ির নিচ থেকে ৪৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
তিনি আরও জানান, ক্যান্টনমেন্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নম্বর নং-০২।
অারএম/জেএইচ/আরআইপি