বোলারদের উইকেটবিহীন দ্বিতীয় দিন


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

ব্রার্থহোয়াইটের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে তাই তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪০৭ রান। স্বাগতিক ব্যাটসম্যানরা যেখানে সফল, সেখানে ব্যর্থ অতিথি বোলাররা।

দ্বিতীয় দিনে নিষ্ফল চেষ্টা করে গেছেন শুভাগত-তাইজুল-রুবলে-আল আমিনরা। কিন্তু একটি উইকেটের দেখাও পাননি। দ্বিতীয় দিনে মোট ৫৬ ওভার খেলা হয়েছে। স্বাগতিক ব্যাটসম্যানরা কোনো উইকেট না হারিয়েই করেছেন ১৪৩ রান।

বাংলাদেশী সব বোলারকে ব্যর্থ করে দিয়ে প্রথম দিনে অবিচ্ছিন্ন থাকা দুই ব্যাটসম্যান নতুন মাইলফলকে পৌঁছেছেন। ১৩তম টেস্টে এসেই ক্রেগ ব্রার্থহোয়াইট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন। মাহমুদউল্লাহ রিয়াদকে বাউন্ডারি মেরে এ মাইলফলক স্পর্শ করেছেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। ৫৪২ মিনিট ক্রিজে থেকে ৪৩৪ বলে ১৪টি চারের সাহায্যে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। দিনশেষে অপরাজিত আছেন ২০৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর :
দ্বিতীয় দিন শেষে
ওয়েস্টে ইন্ডিজ : ৪০৭/৩, ১৪৩ ওভার (ব্রার্থহোয়াইট ২০৫*, চন্দরপাল ৫১*, গেইল ৬৪, ব্রাভো ৬২; তাইজুল ২/১০৬, শুভাগত ১/৯৩)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।