খালেদাকে সরান তারেককেও বাদ দিন : হাছান মাহমুদ


প্রকাশিত: ০৮:৪২ এএম, ২১ মে ২০১৫

বিএনপির কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণা করে খালেদা জিয়াকে বাদ দেওয়ার জন্য দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিসব উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, বিএনপির সব কমিটি বিলুপ্ত করে লাভ নেই। দয়া করে আপনাদের (বিএনপি) কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করুন। আপনাদের নেত্রী খালেদা জিয়াকে সরান। দেশবিরোধী তারেক জিয়াকেও কমিটি থেকে বাদ দিন। তাহলেই বিএনপি সুষ্ঠু রাজনীতি করতে পারতে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জী যখন বাংলাদেশ সফর করেন তখন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাক্ষাত করার কথা ছিল। কিন্তু তিনি হরতাল ডেকে, অহেতুক অজুহাত দেখিয়ে সাক্ষাৎ করেননি। আর এখন ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্তচুত্তি বাস্তবায়নের জন্য স্বাগত জানিয়েছেন। যা ‘জুতা মেরে গরু দান’।

সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, পৃথিবীর কোন রাষ্ট্র জঙ্গীদের সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে না। যারা তাদের সঙ্গে আলোচনা করার কথা বলেন তারা গণতন্ত্রকে হত্যা করতে চান, দেশকে অকার্যযকর করতে চায়।

সংগঠনের উপদেষ্ঠা আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোর্দ্দার, এম এ করিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

এএসএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।