স্তন ক্যানসারের সন্ধান দেবে হাইটেক অন্তর্বাস


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৪

এক মার্কিন কোম্পানি হাইটেক  অন্তর্বাস তৈরি করেছে। কোম্পানির দাবি এই অন্তর্বাসটি স্তন ক্যানসার প্রাথমিক অবস্থার সন্ধান করতে পারে। আদতে ওই কোম্পানি এই অন্তর্বাসে এক ধরণের হাইটেক সামগ্রী ব্যবহার করেছে যা স্তন ক্যানসার চিহ্নিত করতে সক্ষম।

স্তন ক্যানসার যদি প্রাথমিক স্তরে ধরে পড়ে তবে এটিকে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যেতে পারে। এখনও পর্যন্ত এই রোগের ক্ষেত্রে ম্যামেগ্রামের উপরেই ভরসা করতে চিকিৎসকেরা। কিন্তু দেখা গেছে ম্যামোগ্রামে ধরা পরার প্রায় ছয় বছর আগে থেকেই মানবী শরীরে দানা বাঁঝতে শুরু করে স্তন ক্যানসার।

মার্কিন এই কোম্পানি মনে করে, সেন্সর যুক্ত এই অন্তর্বাস প্রাথমিক অবস্থাতেই স্তন ক্যানসারের কথা জানাতে পারবে ফলে এই রোগের চিকিৎসা অনেক তাড়াতাড়ি শুরু করা সম্ভব হবে। এই কারণেই  অন্তর্বাসের ভিতরের অংশে সেন্সর লাগানো হয়েছে। এর ফলে ক্যানসার জনিত টিউমারের পাশাপাশি রক্ত কোষের তাপমাত্রা কোন পরিবর্তনও এটি ধরতে পারবে। এই সেন্সরে এমন সফটওয়্যার লাগানো রয়েছে যা স্তনে উপস্থিত টিউমারের অবস্থানের জানান দিতেও সক্ষম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।