নিজস্ব অপারেটিং সিস্টেম আনছে রাশিয়া
পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্যপ্রযুক্তি সেবায় গোপন নজরদারির ঘটনা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। এ ধরনের নজরদারি ঠেকাতে বিশ্বব্যাপী অনেক দেশ এখন মার্কিন শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম (ওএস)-নির্ভরশীলতা কমাতে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় এবার নিজস্ব ওএস উন্নয়ন করছে রাশিয়া। দেশটির কাস্টমাইজড ‘সেইলফিশ ওএস’ অ্যান্ড্রয়েড ও আইওএস-নির্ভরশীলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। খবর এনডিটিভি।
পশ্চিমা প্রযুক্তিকে আগে থেকেই খুব একটা ভালো দৃষ্টিতে নেয়নি রাশিয়া। এ দৃষ্টিভঙ্গি আরো প্রকট আকার ধারণ করে, যখন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাবেক কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন বিশ্বব্যাপী মার্কিন নজরদারির তথ্য প্রকাশ করেন।
এ বিষয়ে রাশিয়ার যোগাযোগ ও গণমাধ্যমমন্ত্রী নিকোলাই নিকিফরভ বলেন, ‘কাস্টমাইজড মোবাইল অপারেটিং সিস্টেম প্রস্তুত করছে রাশিয়া। নতুন এ অপারেটিং সিস্টেমটি সফটওয়্যার ডেভেলপার জোলার ওপেন সোর্স ওএসের উন্নত সংস্করণ হবে।’
গত শুক্রবার এক টুইটের মাধ্যমে রুশ সরকারের মনোভাব প্রকাশ করে তিনি আরো বলেন, সেইলফিশ ওএসের কাস্টমাইজড সংস্করণের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্ম-নির্ভরশীলতা হ্রাসের পরিকল্পনা নিয়েছে রুশ সরকার। এছাড়া ফিনল্যান্ড, চীন, ইন্ডিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় জোলার নতুন কাস্টমাইজড অপারেটিং সিস্টেমের ব্যবহার প্রসারের বিষয়টি উল্লেখ করেন তিনি।
এআরএস/পিআর