বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে আগ্রহী মেক্সিকো


প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৫ জুলাই ২০১৭

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ জানিয়েছে মেক্সিকো। বুধবার জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে স্বাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশ সফররত মেক্সিকোর রাষ্ট্রদূত মেলবা প্রিয়া।

সাক্ষাৎকালে তারা দু’দেশের সংসদীয় কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী ও শিশুর সুরক্ষা, বাণিজ্য সুবিধা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলিতে মেক্সিকোর অংশগ্রহণের কথা উল্লেখ এবং অ্যাসেম্বলিতে সফল আয়োজনের জন্য স্পিকারের প্রশংসা করেন। এসময় স্পিকার শিরীন শারমিন এমপিদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।