৪০ স্বর্ণের বারসহ শাহজালালে দুই নারী আটক


প্রকাশিত: ০৭:২১ এএম, ০৫ জুলাই ২০১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ দুই নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার সকালে মাস্কাট থেকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম হয়ে শাহজালাল বিমানবন্দরে আসেন নাসিমা ও জেসমিন নামে দুই নারী। এ সময় শুল্ক গোয়েন্দার দল তাদের আটক করে।

পরে ওই দুই নারীর শরীর তল্লাশি করে ২০ পিস করে মোট ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। এই স্বর্ণ তাদের শরীরে গোপন অংশে লুকায়িত ছিল।

প্রাথমিকভাবে জানা গেছে নাসিমার বাড়ি কক্সবাজারের চকরিয়া ও জেসমিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তাদের বয়স ৩৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক(ডিজি) ড. মইনুল খান।

জেইউ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।