বাংলাদেশের পাঠানো চাল পায়নি নেপালের ভূমিকম্প-দুর্গতরা
নেপালে ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষদের জন্য বাংলাদেশ থেকে পাঠানো চাল এখনও দুর্গতদের কাছে পৌঁছোয়নি। নেপালের শীর্ষ সংবাদপত্র অন্নপূর্ণা পোস্ট বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, বাংলাদেশ সরকারের পাঠানো ১০ হাজার মেট্রিক টন চাল ঝাপা জেলার বেশ কিছু গুদামে এখনও পড়ে রয়েছে।
এই ত্রাণ-সহায়তা কবে নাগাদ ভূমিকম্প-দুর্গতদের কাছে পৌঁছোবে তা জানেন না সরকারি কর্মকর্তারাও।
এদিকে, ২৫ এপ্রিল ও ১৩ মে`র ভূমিকম্পে বেঁচে যাওয়া সর্বস্ব হারানো মানুষগুলো দুর্গত এলাকায় অনাহারে দিন কাটাচ্ছে।
কাকারভিত্তা বন্দরের খাদ্য খালাস বিভাগের টেকনিশিয়ান শিবশঙ্কর মিশ্র জানান, “বাংলাদেশ থেকে পাঠানো চালগুলো খুবই উন্নতমানের আতপ চাল। কিন্তু আবহাওয়া যেভাবে আর্দ্র হতে শুরু করেছে, এভাবে পড়ে থাকলে বেশিদিন এই চাল ভালো থাকবে না”।
বাণিজ্য এবং সরবরাহ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শম্ভু ঘিমিরে এ প্রসঙ্গে বলেন, “চালগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। শিগগিরই এগুলো আমরা সরিয়ে ফেলবো”।
ঠিক কবে নাগাদ এগুলো বিতরণ করা হবে, তা অবশ্য তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।
এসআরজে