বন্ধ রুটে ফ্লাইট চালু করছে ইউনাইটেড এয়ারওয়েজ
ইউনাইটেড এয়ারওয়েজের সাময়িকভাবে স্থগিত হওয়া আন্তর্জাতিক রুট পুনরায় চালু হতে যাচ্ছে। এছাড়া স্থানীয় রুটেও ফ্লাইট শুরুর পরিকল্পনা করছে কোম্পানিটি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন আগে ঢাকা থেকে দুবাই, মাস্কাট, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা রুট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে আবার রুটগুলো চালু করতে যাচ্ছে কোম্পানিটি।
এ লক্ষ্যে আগামী জুন মাসের ২য় সপ্তাহ থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে রিফুয়েলিং সুবিধা প্রদান করা হবে। এরপর ১ম বারের মতো সপ্তাহে ৩ দিন করে সিলেট থেকে মাস্কাট হয়ে দুবাই এবং দুবাই থেকে সরাসরি সিলেট এবং চট্টগ্রাম থেকে মাস্কাট হয়ে দুবাই এবং দুবাই থেকে চট্টগ্রামে সরাসরি ফ্লাইট শুরুর পরিকল্পনা করেছে। এছাড়া ঢাকা থেকে মাস্কাটে সপ্তাহে সরাসরি ২টি ফ্লাইট পুনরায় শুরু হতে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জুন মাসের শেষ সপ্তাহ থেকে পুনরায় সপ্তাহে ৩দিন ঢাকা থেকে ব্যাংকক হয়ে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে ঢাকায় এবং ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর থেকে ঢাকায় ফ্লাইট চালু করতে যাচ্ছে। এছাড়া ঢাকা- কুয়ালা লামপুর-ঢাকা সরাসরি সপ্তাহে ২টি ফ্লাইট চালু থাকবে।
এছাড়া ১ জুন ঢাকা-কলকাতা-ঢাকা রুটে প্রতিদিন ১টি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এছাড়া কলকাতা-চট্টগ্রাম-কলকাতা রুটে প্রতিদিন ১টি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা থেকে কলকাতা সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ স্পেশাল রিটার্ন ভাড়া ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল আন্তর্জাতিক রুটেই আকর্ষনীয় মূল্য ছাড় প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, অভ্যন্তরীণ রুটে ওয়ান ওয়ের জন্য আগামী ১৫ জুন পর্যন্ত সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ নূন্যতম ৩ হাজার টাকা স্পেশাল ভাড়া নির্ধারন করা হয়েছে।
এসআরজে