রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত এক


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২০ মে ২০১৫

রাজশাহীতে যাত্রাবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজন হলেন নগরীর সবজিপাড়ার ইউনুস আলী ও সাদেক হোসেন। আহত অন্য দুই নারীর পরিচয় পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাঘা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা কাটাখালীগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন।

ওসি আবদুর রউফ বলেন, যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।  

শাহরিয়ার অনতু/এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।