রাতেই অপহরণ মামলা করেন ফরহাদ মজহারের স্ত্রী


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ০৪ জুলাই ২০১৭

কবি, কলামিস্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে অপহরণের ঘটনায় তার স্ত্রী ফরিদা আক্তার বাদী হয়ে আদাবর থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।

সোমবার রাতেই এ মামলা দায়ের করা হয়। মামলা নং ০৪। এর আগে তিনি জিডি করেছিলেন।জিডির নম্বর ১০১।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ঢাকায় অপহরণের ১৯ ঘণ্টা পর গতকাল রাতে যশোরের নোয়াপাড়া থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে র্যাব। সোমবার ভোর ৫টার পর তাকে বাসার সামনে থেকে অপহরণ করা হয়। এর পর তিনি স্ত্রীর সাথে টেলিফোনে কয়েকবার কথা বলে জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে তার কাছে ৩৫ লাখ টাকা দাবি করছে। তাকে হত্যা করা হবে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

উদ্বেগ-উৎকণ্ঠায় থাকার পর সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ র্যাব-৬ এর একটি টিম যশোরের নওয়াপাড়ার ভাঙ্গাগেট এলাকা থেকে তাকে উদ্ধার করে খুলনার ফুলতলা থানায় নিয়ে যায়। রাত সোয়া ১টায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমদ ও র্যাব-৫ এর সিও খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নওয়াপাড়ায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি কোচ থেকে রাত ১১টা ২০ মিনিটে তাকে উদ্ধার করা হয়। তিনি খুলনা থেকে এই কোচে ওঠেন। তারা জানান, ফরহাদ মজহারের সাথে থাকা একটি ব্যাগে কাপড় ছিল। এতে মনে হয় তিনি ট্র্যাভেল করছিলেন। ফরহাদ মজহারকে সাংবাদিকদের সামনে আনা হলেও কোনো কথা বলেননি। রাত দেড়টার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা একটি মাইক্রোবাসে করে তাকে ঢাকা নিয়ে আসেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরহাদ মজহারকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই আছেন। একটু পর তাকে আদালতে তোলা হবে।

জেইউ/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।