নাশকতার মামলায় রায়পুরে গ্রেফতার ২


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২০ মে ২০১৫

নাশকতার মামলায় লক্ষ্মীপুরের রায়পুরে জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কেরোয়া ইউনিয়নের জামায়াত নেতা মো. রায়হান (৩৪) ও রায়পুর শহর শিবিরের নেতা রাকিবুল ইসলাম রাকিব (১৯)। রায়হান উত্তর কেরোয়া গ্রামের আবু ইউসুফের ছেলে এবং রাকিব পৌরসভার পূর্বলাছ এলাকার মহিদুল ইসলামের ছেলে।

রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের বাড়ি থেকে জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলনের নামে হরতাল-অবরোধে নাশকতা ও পুলিশের ওপর হামলার একাধিক মামলা রয়েছে।

কাজল কায়েস/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।