সংবিধান সংশোধনের আগেই বিচারপতি নিয়োগ বিধিমালার দাবি


প্রকাশিত: ১০:৩২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৪

সংবিধান সংশোধনের আগেই বিচারপতি নিয়োগ বিধিমালা করার জন্য দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা।

বিচারপতিসহ উক্ত পদমর্যাদার ব্যক্তিগণ যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে বিচার কার্যক্রমসহ তাদের ওপর দেওয়া দায়িত্ব  পালন করতে পারেন এ জন্য বিধিমালা করার দাবি জানিয়ে লুৎফর রহমান বলেন, বিচারপতিদের নিয়োগ ও আচরণ বিধিমালা অবিলম্বে প্রণয়ন করে আইন সংবিধান সংশোধনের কার্যক্রম শুরু করতে হবে। আর তা না করলে সাংবিধানিক শুন্যতা ও আইনগত জটিলতা দেখা দিতে পারে।

সমাবেশ ও মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জাগো বাংলাদেশের সভাপতি সাংবাদিক ফরিদ খান। সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফর রহমান, সংগঠনের নির্বাহী পরিচালক শেখ তরিকুল ইসলাম, আইনজীবী মোকাররম হোসেন প্রম‍ুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।