ঢাবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে মামলা


প্রকাশিত: ১০:০৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিবিএ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অপরাধে এক বিচারপতির মেয়েসহ ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মামলা করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক নূর-ই-ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান বাদী হয়ে বিভিন্ন থানায় এই মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে এসএমএস এর মাধ্যমে প্রশ্নোত্তর নেওয়ার সময় ৭ শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নগরীর বিভিন্ন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা হলেন- নুরুল বাশার পায়েল (রোল- ৬৪১৪৪৬), সানজানা বিনতে বশির (রোল-৬৫৪০২৫), মো. আরিফুল ইসলাম (রোল-৬৪৩৪০৯), মো. আহাদুর রহমান (রোল-৬৩৮৪১০), মোহাম্মদ ফয়সাল কবীর (রোল-৬৪৮১৩৯), সাগর হোসাইন (পলাতক) তার রোল-৬৪৯৫০১, মেহেদী হাসান এবং এরশাদ খান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানিয়েছেন, যাদের সম্পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি তাদের ঠিকানা বের করা হচ্ছে। ইতিমধ্যে মামলাও করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।