এসি রবিউলের স্ত্রীকে চাকরি দেবে জাবি


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ০২ জুলাই ২০১৭

গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান রোস্তোঁরায় জঙ্গি হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলামের বিধবা স্ত্রী উম্মে সালমাকে চাকরি দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

গতকাল (শনিবার) হলি আর্টিসানে হামলার এক বছর পূর্তিতে এক সংবাদ বিবৃতিতে এ ঘোষণা দেন জাবি উপাচার্য ফারজানা ইসলাম।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিহত সহকারী কমিশনার রবিউল এই বিশ্ববিদ্যালয়ের ৩০তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। স্নাতকোত্তর পাস করার পর বিসিএস দিয়ে পুলিশে যোগ দেন তিনি।

এক বিবৃতিতে জাবি উপাচার্য হলি আর্টিসানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, নিহত সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

বিবৃতিতে তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রচলিত রীতি অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহত এসি রবিউল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ পূর্বক শিগগিরই তার স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রদান করা হবে।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।