মাহিদুর ও আফসারের আমৃত্যু কারাদণ্ড


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২০ মে ২০১৫

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মাহিদুর ও আফসারের বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছে। ১ নম্বর অভিযোগে তাদেরকে আমৃত্যু কারাদণ্ড ও আরেকটি অভিযোগে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২। বেলা সোয়া ১১টার দিকে মাহিদুর ও চুটুর মামলার রায় পাঠ শুরু হয়। ১৩৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পাঠ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।