হলি আর্টিসান শুধু একটি শোক নয়, এটি একটি চেতনা


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০১ জুলাই ২০১৭

এক বছর আগে এই দিনে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় নজিরবিহীন জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন প্রাণ হারান।

ওইদিন আক্রান্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন অনেকে।

ঘটনার দিন ছুটিতে ছিলেন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের প্রধান ও কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি ছানোয়ার হোসেন (সানী)। ছুটিতে থাকার পরও কর্তব্যের খাতিরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন তিনিসহ তার বাহিনী।

দুর্বিষহ ওই ঘটনার স্মৃতিচারণ করে শনিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছানোয়ার হোসেন। তিনি তার ফেসবুক পেজে লেখেন-

“ইফতার শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ ফোনের দিকে তাকাতেই আতকে উঠলাম। পুলিশ কমিশনার স্যার কল করেছেন। একটুর জন্য কলটা মিস হয়ে গেল। ভাইব্রেশন মোডে থাকায় বুঝতে পারিনি। ডিসপ্লে লাইটটা তখনও জ্বলছিল। মনে হচ্ছিল যেন তিন তিনটি মিসকল কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। তিনি খুব একটা ফোন করেন না। এর আগে তার সাথে মাত্র একদিন কথা হয়েছে। তাই ছুটির দিন তার আচমকা কল দেয়াটা আমাকে বেশ ভাবিয়ে তুলল। ফলে, দ্রুত কল ব্যাক করলাম-

- স্যার, কল দিয়েছিলেন। খেয়াল করিনি। সরি, স্যার।

- তুমি কোথায়? খুব দ্রুত গুলশান চলে যাও।

- এখনই আসছি, স্যার।

বিস্তারিত আর কিছু জিজ্ঞাসা করলাম না। খুব দ্রুত বাসা থেকে বের হয়ে গেলাম। ছুটির দিনেও চারদিকে বেশ ট্রাফিক জ্যাম। মনে হচ্ছিল পৃথিবীটা থমকে গেছে। কোনো গাড়িই এগোচ্ছে না। সিটে বসেই মনে মনে দৌড়াতে লাগলাম।

এবার খোঁজ-খবর নেয়া শুরু করলাম। স্নেহভাজন ছোট ভাই আহাদকে (এডিসি, গুলশান) কল দিলাম।

- আহাদ, কী হয়েছে রে গুলশানে?

- ভাই, কিছু ইয়াং পোলাপাইন একটা ক্লিনিকে ঢুকেছে। একটু আগে ভেতর থেকে কয়েকটা গুলির শব্দও পেলাম। এখন অবশ্য আর কোন সাড়া-শব্দ পাচ্ছি না। ক্লিনিকের পাশেই নাকি একটা রেস্টুরেন্টও আছে। সেখানেও ঢুকে যেতে পারে। যাহোক, তোমারা কদ্দুর?

- আমি রাস্তায়। আসতেছি। তুই কংক্রিটের আড়ালে থাক, আর কর্ডনটা ভালোভাবে কর। আমরা না আসা পর্যন্ত সেইফ ডিস্টেন্টে থাকবি, ভাই।

- ঠিক আছে, তাড়াতাড়ি আস।

সিটি চিফ, মনিরুল ইসলাম স্যারকে ফোন দিলাম। তিনি বিষয়টি অবগত আছেন বলে জানালেন। সোয়াট টিমকে যেতে বলেছেন এবং বোম্ব টিম নিয়ে আমাকেও দ্রুত সেখানে যেতে বললেন।

আমি তখন নেভি হেডকোয়ার্টার্সের সামনে জ্যামে আটকা পড়ে আছি। এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসল,

- সানী ভাই বলছেন?

- জি বলছি

- আহাদ কোথায়?

- আপনি কে বলছেন?

- অহ ভাই, আমি আহাদের ওয়াইফ বলছি।

- আহাদের সাথে কিছুক্ষণ আগেই তো কথা হলো। ও ভালো আছে। টেনশন নিয়েন না। আমি ওকে সাবধানে থাকতে বলেছি।

- ভাই, অনেক পুলিশ আহত হইছে। টিভিতে লাইভ দেখলাম। সেখানে আহাদকেও গাড়িতে উঠানো হচ্ছে। আমি নিজের চোখে দেখলাম।

- ভাবি, প্রশ্নই উঠে না। আমি ওকে নিরাপদে থাকতে বলেছি।

- ভাই, আমি ওর পাঞ্জাবিটা চিনি। ও আজ ওই পাঞ্জাবিটাই পরে গেছে।

ভাবি কাঁদছেন। আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে ফোনটা কানে নিয়ে বসে রইলাম। অতপর মোবাইলে টিভি দেখার একটা অ্যাপ্স ডাউনলোড করলাম। টিভি দেখে আতকে উঠলাম- এ কী করে সম্ভব! অসংখ্য মানুষ রক্তাক্ত। তাদের নিয়ে শত শত মানুষ ছোটাছুটি করছে। টিভি স্ক্রলে লেখা উঠছে ২/৩ জনের অবস্থা নাকি গুরুতর।

আমি নিথর হয়ে গেলাম। আহাদকে ফোন দিলাম, কিন্তু আহাদ ফোন ধরছে না। তখন ভাবির কথাটাই সত্য বলে মনে হতে লাগল। খুবই বিমর্ষ হয়ে গেলাম।

এমন সময় ডিসি গুলশান স্যারের ফোন আসল।

- তুমি কোথায়?

- স্যার, আমি কাছাকাছি চলে এসেছি।

ফোনটা ডিসি গুলশান স্যারের হলেও কথা বললেন কমিশনার স্যার। এবার উপায়ন্তর না পেয়ে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম।

রিকশায়, হেঁটে, দৌড়ে ইউনাইটেড হসপিটালের সামনে গিয়ে শুনি এসি রবিউল ও ওসি সালাহউদ্দিন আর নেই। আহাদ গুরুতর আহত তবে শঙ্কামুক্ত। রবিউল ছেলেটা কিছুদিন আগে ডিবিতে জয়েন করেছিল। একদিন আমার রুমে এসে সে খুব গর্ব নিয়ে বলল, স্যার, আমি আপনার ভার্সিটির ছোট ভাই। আমার নাম রবিউল। আপনার কথা অনেক শুনেছি, স্যার। আমি এখানে ভালো কাজ করতে চাই। আপনার পরামর্শ এবং দোয়া চাই, স্যার।

কানের কাছে কথাগুলো খুব বাজতে লাগল।

ওসি সালাহ উদ্দিনের সাথেও অনেক জানাশোনা ছিল। প্রায়ই তার সাথে নানা বিষয়ে কথা হত।

কয়েক মিনিটের ব্যবধানে দুজন সহকর্মীর মৃত্যু; শোকটা আমাকে খুব অসহায় করে দিল। তবে পরক্ষণেই শোক আর ক্রোধ এক হয়ে এক অসীম শক্তি অর্জন। দৌড়ে চলে গেলাম মূল ঘটনাস্থলের দিকে।

সবাই খুব ব্যস্ত। মনিরুল ইসলাম স্যার ফোনে কাউকে আরও অস্ত্র-গোলাবারুদ নিয়ে আসতে বলছেন। স্যারের সামনে দাঁড়াতেই তিনি কমিশনার স্যারের সাথে দেখা করার ইঙ্গিত দিলেন।

কমিশনার স্যার আমাকে দেখেই বললেন, তুমি তোমার কাজ শুরু করে দাও। যাও, যাও তাড়াতাড়ি কর।

কাগজ-কলম নিয়ে ১০ মিনিটে স্কেচ আর ১৫ মিনিটের মধ্যে একটা ঝটিকা রেকি করার পর অপারেশন প্ল্যানটা মনিরুল ইসলাম স্যারের কাছে জমা দিলাম। তখন সঙ্গে ছিল সোয়াটের এডিসি আশিকুর রহমান। মনির স্যার সেটা কমিশনার ও ডিজি-র‌্যাব স্যারকে ব্রিফ করতে বলেন। ডিজি স্যার পাশেই একটি বাসার ভেতর নিয়ে উপস্থিত সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিনি সেটা শোনেন এবং সম্মতি প্রদান করেন। পরবর্তীতে আইজিপি স্যার এসেও সম্মতি দেন।

এরপর হলি আর্টিসানের মালিক সাদত ভাইয়ের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।

যাহোক, পরবর্তীতে অভিযানটি প্যারা-কমান্ডো খুব সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে খুব অল্প সময়ের মধ্যেই সমাপ্ত করে। আমাদের মাঝেও স্বস্তি ফিরে আসে।

সেদিন বোঝা গেল পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত। যেকোনো ঘটনা একজন পুলিশ সদস্য জানতে পেলেই মুহূর্তের মধ্যে তা সংশ্লিষ্ট জায়গায়গুলোতে পৌঁছে যায়। সন্ধ্যা-রাত থেকে ধীরে ধীরে ছুটে আসা সকল পুলিশ সদস্য তখন বাড়ি ফিরতে শুরু করে। আমিও একগাদা দুঃসহ স্মৃতি আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ি ফিরি। মানসিকভাবে দু’সপ্তাহ লেগেছিল হলি আর্টিসান থেকে বাসায় ফিরতে। গত কিছুদিন আগে মনে মনে আবার ফিরে গেছি সেই হলি আর্টিসানে। এখন আর এই হলি আর্টিসান শুধু একটি শোক নয়, এটা একটি চেতনা। এটা এখন ঘুরে দাঁড়ানোর, রুখে দেবার, সচেতন হবার, আত্মসমালোচনার, ঐক্যবদ্ধ হবার, দেশপ্রেমের এবং মানবিকতার একটি বড় চেতনার উদাহারণও বটে।

আমরা আমাদের দেশকে আর কোনো কালো হায়নার ছোবলে ক্ষতবিক্ষত হতে দেব না... এটাই হোক ‘হল আর্টিসান’-এর চেতনা।”

জেইউ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।