বীর মুক্তিযোদ্ধা শহীদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০১ জুলাই ২০১৭
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার এক শোক বার্তায়, শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে ‘মামা গেরিলা বাহিনী’র কমান্ডার এই বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনে শহীদুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অপর এক শোক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহান মুক্তিযুদ্ধের ‘মামা গেরিলা বাহিনী’র কমান্ডার শহীদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এফএইচএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।