আবারও ইনফ্লাইট বিনোদন পুরস্কার পেল এমিরেটস


প্রকাশিত: ০৬:৫২ পিএম, ৩০ জুন ২০১৭

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান পরিবহন সংস্থা এমিরেটস আবারও বিশ্বের সেরা ইনফ্লাইট বিনোদন পুরস্কার পেয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০১৭ বিশ্বের সেরা ইনফ্লাইট বিনোদন পুরস্কার পেল এমিরেটস। এ নিয়ে ১৩ বার এমিরেটস স্কাইট্র্যাক্স কর্তৃক প্রদত্ত সম্মাননা লাভ করে।

এয়ারলাইন এক্সিলেন্সের ক্ষেত্রে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস বৈশ্বিক বেঞ্চমার্ক হিসেবে পরিচিত এ বছর ১০৫টি দেশের ১৯ দশমিক ৮ মিলিয়ন গ্রাহক পুরস্কার বিজয়ী নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। আগস্ট ২০১৬ থেকে মে ২০১৭ পর্যন্ত সময়ে বিশ্বের ৩২০টি এয়ারলাইনকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।

এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় আইস ২০০৩ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এই ব্যবস্থায় ২৫০০টির অধিক চ্যানেল রয়েছে। আইসের সংগ্রহে রয়েছে বিভিন্ন ভাষায় বিশ্বের সদ্য মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছায়াছবি, পুরস্কারপ্রাপ্ত টিভি প্রোগ্রাম, মিউজিক, কম্পিউটার গেম, লাইভ টিভি ও অন্যান্য সুবিধা।

আরএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।