রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র চর্চা করতে হবে : সিপিএ
কোনো দেশের টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে হলে আগে সেই দেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র চর্চা চালিয়ে যেতে হবে বলে মত দিয়েছেন কমনওয়েলথভুক্ত দেশের এমপিরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্ট্রেনদেনিং পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক মূল প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া চারদিনব্যাপী ২৬তম কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনারে মঙ্গলবার দ্বিতীয় দিনের কর্মশালায় অংশ নিয়ে তারা এ মত দেন।
গত সোমবার সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সেমিনারটি উদ্বোধন করেন। সেমিনারে বাংলাদেশ ছাড়াও ১৭টি দেশের ২৬টি শাখার মোট ৩৫ জন পার্লামেনটারিয়ান ও প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
সেমিনারের দ্বিতীয় দিনে `দ্য মেম্বার অব পার্লামেন্ট অ্যান্ড দ্য পার্টি` শীর্ষক চতুর্থ সেশনে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির ড. ক্রিস বুরকে এমএলএ সভাপতিত্ব করেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, সোয়াজিল্যান্ডের সংসদ সদস্য ও সিপিএ সেক্রেটারিয়েটের প্রতিনিধি মারউইক টি. খুমালো উক্ত সেশনে রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন। সেশনে একটি কার্যকরী রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চ্চা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, রাজনৈতিক দলের জন্য বাজেট প্রণয়নের অপরিহার্যতা, জাতীয় সংসদে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা, সংসদীয় দল কর্তৃক সংসদীয় কমিটির সদস্যদের মনোনয়ন প্রদান এবং সংসদীয় গণতন্ত্র বিকাশে সংসদের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
পার্লামেন্টারি ইথিক্স, ট্র্যান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি শীর্ষক পঞ্চম সেশনে স্কটল্যান্ডের মার্গারেট ম্যাককুলচ সভাপতিত্ব করেন। সংসদ সদস্য ব্যারি হাউস, এমএলসি ভারতের ভেঙ্কটেশ নায়েক রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। এসময় সংসদীয় নীতি নৈতিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সুশাসনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে আখ্যায়িত করা হয়।
এ সেশনে গণদাবি, সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, তথ্য অধিকার আইন, সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য, সংসদে আলোচিত রেকর্ডসমূহ তারিখ ও সময়সহ সংরক্ষণ ও প্রচার এবং স্থানীয় ভাষায় সেগুলোকে রূপান্তর করে সংরক্ষণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া `পার্লামেন্টারি কমিটিস অ্যান্ড দ্য কমিটি সিস্টেম` শীর্ষক ষষ্ঠ সেশনে ঘানার ক্লোটাস আভোকা সভাপতিত্ব করেন। জ্যামাইকা পার্লমেন্টের ডেপুটি ক্লার্ক ভ্যালরি কার্টিস রিসোর্স পারসন অংশ নেন।
এইচএস/বিএ/আরআইপি