নারীদের খোঁচা দিয়ে কথা বলে তোপের মুখে বক্তব্য প্রত্যাহার


প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৯ জুন ২০১৭
ফাইল ছবি

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপি ফখরুল ইমামের একটি বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন নারী সংসদ সদস্যরা। তাদের প্রতিবাদের মুখে পরে বাধ্য হয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করেন ফখরুল ইমাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘটনা ঘটে। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

প্রস্তাবিত বাজেটের ওপর মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে ফখরুল ইমাম বলেন, ‘মেয়েদের বড় গুণ তারা শোনে তিন লাইন, বোঝে ১৩ লাইন আর লেকচার দেয় ৯৩ লাইন।’

তার এ বক্তব্যে তীব্র আপত্তি জানান সংসদে উপস্থিত নারী এমপিরা। এ অবস্থায় নিজের বক্তব্য প্রত্যাহার করে নেন তিনি।

এইচএস/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।