গ্যাস ভরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তিন সিএনজিচালক


প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৮ জুন ২০১৭

সিএনজিচা‌লিত ট্যা‌ক্সি‌তে গ্যাস নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কক্সবাজারের পেকুয়ার রাজাখালী বকশিয়াঘোনার সিএনজিচালক তিন যুবক।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পটিয়া শিকলবাহা এলাকায় বুধবার ভোররাত ৩টার দিকে দুর্ঘটনায় পড়া সিএনজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যান।

নিহতরা হলেন, রাজাখালীর বকশিয়াঘোনার ইজ্জত আলীর ছেলে আব্দুল মান্নান (২২), মুহাম্মদ হান্নান (২০) ও একই এলাকার শের আলীর ছেলে মুহাম্মদ নূর (২৭)।

রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর জানান, পেকুয়া-চকরিয়ায় চলাচল করা অনেক সিএনজি প্রতিদিন গভীররাতে পটিয়াস্থ সিএনজি স্টেশনে গিয়ে গ্যাস ভর্তি করে আসে। এসময় তাদের সিএনজি নিয়ে এক স‌ঙ্গে গ্যাস স্টেশনে যাচ্ছিল।

খবর পেয়েছি, পথিমধ্যে পটিয়ার শিকলবাহা এলাকায় একজনের সিএনজি দুর্ঘটনায় পড়ে। তা উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনা এলাকায় অজ্ঞাত ভাবে ছেড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

পটিয়া থানা পু‌লি‌শের ওসি শেখ নেয়ামত উল্লাহ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে এসআই বাসু দেবকে পুলিশ ফোর্সসহ পাঠিয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়। আবেদনের প্রেক্ষিতে প্রশাসনিক অনুমতি পেয়ে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক তারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

চেয়ারম্যান ছৈয়দ নূর জানান, লাশগুলো বিকেলে এলাকায় পৌঁছেছে। সন্ধ্যার পর দাফনের ব্যবস্থা করছে স্বজনরা। এক সঙ্গে তিন যুবকের মৃত্যু‌তে এলাকায় শোকের ছায়া ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।