বনানীতে ডিশ কর্মচারীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৭ জুন ২০১৭

রাজধানীর মহাখালী দক্ষিণ পাড়া নিকেতন বাজার গেট এলাকায় শফিক নামে এক ডিশ কর্মচারী খুন হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বনানী থানা পুলিশ জানায়, মহাখালী দক্ষিণ পাড়ার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন শফিক। সোমবার রাত আনুমানিক ১২টার দিকে তার শ্বশুরের বাসার কিছু অদূরে নিকেতন গেটে কাজে গিয়েছিলেন শফিক। তখন কে বা কারা শফিককে এলোপাথারি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে গুরুতর অবস্থায় শফিককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শফিকুল ইসলাম মহাখালী দক্ষিণ এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। তিনি স্থানীয় একটি ডিশ লাইনের কোম্পানিতে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ৷

ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। পরিবার এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন আব্দুল মতিন।

জেইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।