বাংলাদেশে আসার পথে চার আইএস কর্মী গ্রেফতার


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৪

বাংলাদেশে আসার পথে চার আইএস কর্মী কলকাতায় গ্রেফতার হয়েছে। ওই চার তরুণের বাড়ি ভারতের হায়দ্রাবাদে। বৃহস্পতিবার তাদের আটক করা হয়।

তবে বিষয়টি সংবাদ মাধ্যমের নজরে আসে অনেক পরে। শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  পশ্চিমবঙ্গের গভর্নর ই এস এল নরসিমহানের সঙ্গে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের এক জরুরি বৈঠকে জানানো হয়, ওই চার তরুণ আইএসে যোগ দিতে বাংলাদেশে অবস্থানরত এক জিহাদি নেতার সঙ্গে দেখা করতে আসছিল।

কলকাতার পুলিশ প্রধান সুরজিত কর পুরকায়স্থ জানিয়েছেন, কলকাতার পুলিশ তাদের আটক করেনি। হায়দরাবাদ পুলিশ গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে কলকাতা থেকে তাদের গ্রেফতার করেছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘শুধু এই চার জন নয়, আরো অনেক তরুণ বাংলাদেশের ওই জিহাদি নেতার সংস্পর্শে এসেছেন।  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।