সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের বিশেষ জামাত


প্রকাশিত: ১১:৪১ এএম, ২৪ জুন ২০১৭

প্রতিবছরের মত এবারও বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। এজন্য দক্ষিণ প্লাজা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে।

শনিবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় এ জামাত অনুষ্ঠিত হবে। এজন্য মুসল্লিদের কোনো ধরনের ব্যাগ না আনার জন্য অনুরোধ করেছে সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস।

এইচএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।