জাবি উপাচার্যকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৮ মে ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবন বরাদ্দ সংক্রান্ত সংকট নিরসনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১টায় ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে দেখা করে এ আল্টিমেটাম দেন। এ সময় শিক্ষার্থীরা সংকট নিরসনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টার সময় বেধে দেন।

এছাড়া দাবি আদায়ের লক্ষ্যে দুই বিভাগের শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৯ মে মঙ্গলবার অফিস চলাকালীন সময় পর্যন্ত প্রশাসনিক ভবন ঘেরাও এবং বুধবার থেকে প্রতিদিন অফিস চলাকালীন সময় পর্যন্ত প্রশাসনিক ভবন লাগাতার অবরোধ।

কর্মসূচিতে তারা আরো বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে ।

সোমবার বেলা বারোটার দিকে দুই বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘দুই পক্ষের কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আমি তাদের কাছে বন্ধুত্বপূর্ণ নমনীয় আচরণ আশা করি। তা না হলে সংকট সমাধান সম্ভব না।’

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।