অসহনীয় যানজটে বিব্রত স্পিকারের দুঃখ প্রকাশ


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৮ মে ২০১৫

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) যোগ দিতে আসা বিভিন্ন দেশের প্রতিনিধি ও অতিথিদের নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার শুরু হওয়া চার দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধনী সময়ে অতিথিরা যানজটের কারণে সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন স্পিকার।

রাজধানী ঢাকার যানজট নিরসনে ডিজিটাল টাইমার (সময় সংকেত) স্থাপন করা হয়েছে। তবে হঠাৎ করে রাজধানী জুড়ে এই সময় সংকেত চালু করা এবং ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় বিপাকে পড়েন নগরবাসী, এমনকি এতে স্থবির হয়ে পড়ে নগরজীবন।

জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ৬২টি পয়েন্টে এ সময় সংকেত স্থাপন করেছে। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে এ পদ্ধতি চালু করায় পুরো ঢাকায় যানজটের তীব্রতা আরো বেড়ে যায়।

সোমবার সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় ১১টার কয়েক মিনিট আগে। সেমিনারে প্রধান অতিথি ড. শিরীন শারমিন চৌধুরী ১০টার আগে উপস্থিত হলেও আসতে পারেননি বিভিন্ন দেশের প্রতিনিধিরা। পরে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ট্রাফিক সিগনালের নতুন এ সংস্করণের বিষয়টি তুলে স্পিকার বলেন, এটি ঢাকার প্রতিদিনের চিত্র নয়। ট্রাফিক বিভাগের পরীক্ষামূলক সংকেত ব্যবস্থার কারণে সাময়িক এ জটিলতার সৃষ্টি হয়েছে।

সময় সংকেতের কারণে সৃষ্ট যানজটে নাকাল হওয়ায় আমন্ত্রিত অতিথিদের কাছে এ সময় দুঃখ প্রকাশ করেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।