চট্টগ্রামে ৫৪ লাখ টাকা মূল্যের চিংড়ি পোনা জব্দ


প্রকাশিত: ১২:১২ পিএম, ১৮ মে ২০১৫
ফাইল ছবি

চট্টগ্রামের মইজ্জ্যারটেক এলাকায় ১৭ লাখ দুই হাজার চিংড়ি পোনাসহ একটি ট্রাক আটক করেছে কোস্টগার্ড পূর্বজোন। সোমবার ভোররাতে ট্রাকটি আটক করা হয়। আটক হওয়া এসব চিংড়ি পোনার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক এলাকায় একটি ট্রাকে (সাতক্ষীরা ট-১১-০২১৯) অভিযান চালিয়ে চিংড়ি পোনাগুলো আটক করা হয়।

এগুলো কক্সবাজার শাপলাপুর থেকে বাগেরহাট জেলার মংলায় নিয়ে যাওয়া হচ্ছিল। পরে জেলা মৎস্য কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোনাগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।