আগারগাঁওয়ে পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল গ্রেফতার


প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৮ মে ২০১৫

রাজধানীর আগারগায়ের পাসপোর্ট অফিস এলাকা থেকে ৬ দালালকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার দুপুরে র‍্যাবের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ টি পাসপোর্ট উদ্ধার করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- আ. মালেক (৩২), নাসির (২২), এসএম টুটুল (৩০), আওলাদ মুন্সি (৪৮), রাজু (২৭) ও রানা (২৮)। পরে আটকদের প্রত্যেককে ৩ মাসের সাজা দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র‍্যাব-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিককালে সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পাশ্ববর্তী সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের বিরক্ত করছিলো। ফরম পুরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা, কাগজপত্র ঘাটতি, ভূল বা ভূয়া কাগজপত্র, এমনকি ২ হাজার থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ দেখিয়ে প্রতারণা করতো।

এআর/জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।