সচিবালয়ে শেষ কর্মদিবসে স্বাভাবিক উপস্থিতি


প্রকাশিত: ১১:০৬ এএম, ২২ জুন ২০১৭
ফাইল ছবি

ঈদের আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। শবেকদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর মিলিয়ে টানা ৫ বা ৬ দিনের ছুটি শুরু হচ্ছে শুক্রবার (২৩ জুন) থেকে। ছুটির আগে শেষ কর্মদিবসেও সচিবালয় ছিল কর্মমুখর।

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতোই। ঈদের আগে শেষ কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অনেকটা কর্মচাঞ্চল্যহীন থাকে। অনেকে হাজিরা দিয়েই বাড়ি ফিরতে ছোটেন রেলস্টেশন, বাসস্ট্যান্ড কিংবা লঞ্চঘাটের দিকে। এবার সেই চিত্র নেই।

এবার সরকারি চাকরিজীবীরা ২৩ জুন (শুক্রবার) থেকে ২৭ জুন পর্যন্ত ছুটি কাটাবেন। তবে রমজানের ৩০ দিন পূর্ণ হলে ছুটি থাকবে ২৮ জুন পর্যন্ত। শুক্র ও শনিবার (২৩ ও ২৪ জুন) সাপ্তাহিক ছুটি, এর মধ্যে শুক্রবার আবার শবেকদরেরও ছুটি।

আগামী ২৫ জুন (রোববার) শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২৬ জুন (সোমবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এক্ষেত্রে ২৫, ২৬ ও ২৭ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি থাকবে। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে আগামী ২৭ জুন (মঙ্গলবার)। সেক্ষেত্রে একদিন বেড়ে ২৮ জুনও (বুধবার) ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

শেষ কর্মদিবসে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ে সরেজমিনে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। মন্ত্রীরাও অফিসে এসেছেন সময় মতো।

এদিকে শেষ অফিস হওয়ায় বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীদের সংখ্যাও ছিল অন্যান্য দিনের মতো।

সচিবালয়ে যাতায়াতকারী বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে লিফট অপারেটরদের ঈদের বখশিশ আদায়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। বখশিশের জন্য তৎপর ছিলেন কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মচারীরাও।

এমইউএইচ/এমএমএ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।