গ্যাসের অবৈধ সংযোগের তথ্য সরকারের জানা নেই


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২২ জুন ২০১৭

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাসের অবৈধ সংযোগের প্রকৃত কোনো তথ্য সরকারের জানা নেই। তবে আবাসিক খাতে ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগের তথ্য রয়েছে।

তিনি বলেন, বর্তমানে চিহ্নিত অবৈধ গ্যাস সংযোগের ডাবল বার্নারের সংখ্যা এক লাখ ৮ হাজার ৮০০টি। এতে মাসে প্রায় ৯ এমএমসিএম গ্যাস ব্যবহৃত হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে এতথ্য জানান তিনি।

এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা খানমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৪৫টি মিল-কলকারখানা রয়েছে। এরমধ্যে ৩৬টি চালু ও ৯টি বন্ধ অবস্থায় আছে।

তবে বন্ধ কারখানাগুলো চালু করতে সরকার ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে বলে জানান আমু।

এইচএস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।