চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ!


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৮ মে ২০১৫

ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাওয়াশ করে নিজের অনন্য উচ্চতায় নিয়ে গেছে টাইগাররা। যার উপর ভর করে বাংলাদেশের সম্ভাবনা তৈরী হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার। আইসিসি’র নিয়মানুযায়ী র‍্যাঙ্কিংয়ের সেরা আটটি দলই কেবল খেলতে পারবে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা এই আসরে। বাংলাদেশ  র‍্যাঙ্কিংয়ে ৮৮ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে। কিন্তু এই অবস্থান মাশরাফিদের ধরে রাখতে হবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তাহলেই ইংল্যান্ড ২০১৭ (১ জুন থেকে ১৯ জুন) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে বাংলাদেশ।

কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পারবে তো সেরা আটের অবস্থানটা ততোদিন পর্যন্ত ধরে রাখতে? কারন এরই মধ্যে ঘরের মাঠে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার। তাদের বিপক্ষে ছয়টি ওয়ানডে ক্রিকেট খেলবে টাইগাররা। এ দুটি দলের বিপক্ষে যদি একটি করে ম্যাচ জিততে পারে তাহলে বাংলাদেশের আকাশ পরিস্কার। অর্থাৎ বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলা একেবারেই নিশ্চিত হয়ে যাবে। কারন দুই ম্যাচের জয়ে রেটিং পয়েন্ট ৫/৬ যোগ হয়ে দাড়াবে ৯৯ পয়েন্ট। এই সাফল্য শুধু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিতই করবে না, পয়েন্ট টেবিলের সাত নম্বরেও পৌছাবে বাংলাদেশ।

ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোন ম্যাচে জয় না পেলেও আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলার সম্ভাবনা থাকছে। আর সেটি হচ্ছে ওই সময়ের মধ্যে পাকিস্তানকে হারতে হবে কম পক্ষে দুই ম্যাচ। ওই সময়ের মধ্যে পাকিস্তান খেলবে আট ওয়ানডে ক্রিকেট। তারা পাচ্ছে-ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি, শ্রীলঙ্কা সফরে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরা বাংলাদেশের জন্য এখন সময়ের ব্যাপার। অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের। কারন তাদের যোগ্যতা অর্জনের জন্য আট ম্যাচেই জয় পেতে হবে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।