ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে লেনদেনে রেকর্ড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। টাকার অংকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজারে দেনদেন ছাঁড়িয়েছে সাড়ে সাতশো কোটি টাকা। যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
সোমবার ডিএসই টাকার অংকে লেনদেন হয়েছে ৭৫৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন। আর গত দিনের চেয়ে চেয়ে ৪৪ কোটি টাকা বেশি। রোববার লেনদেন হয়েছিল ৭১০ কোটি ৬০ লাখ টাকা। এদিকে ডিএসইতে গত সপ্তাহের বেশি সময় চাঙ্গাভাব রয়েছে লেনদেনে।
দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে চার হাজার ৪০৭ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৫১টির দাম বেড়েছে, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
দেশের অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স সূচক ১৬২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬০ কোটি ৮৬ লাখ টাকা।
এসআই/বিএ/আরআই