পূর্ণ দিবস কর্মবিরতিতে বাকৃবির কর্মচারীরা


প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৮ মে ২০১৫

এপ্রিল মাসের বেতন-ভাতা না পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা (বাকৃবি) সোমবার থেকে পূর্ণদিবস কর্মসূচি পালন করছে। গত ৪২ দিন যাবত বিশ্ববিদ্যালয় ভিসিশূন্য থাকায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কেউই গত এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে একাডেমিক ভবন, প্রশাসন ভবন, হল ও খামার থেকে ৩য়, ৪র্থ শ্রেণী ও কারিগরী কর্মচারীরা ৩য় শ্রেণী কর্মচারী সমিতির কার্যালয়ের জমায়েত হয়। পরে তারা প্রশাসন ভবনের পাশে সমাবেশ ও বিক্ষোভ করে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। একই দাবিতে গত সোমবার থেকে আন্দোলন করে আসছে তারা।

এ বিষয়ে ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আইনুল ইসলাম বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে ধৈর্য্য ধারণের নোটিশ দেওয়া হলেও বেতন প্রদানের প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেওয়া হয়নি।’ কর্মচারীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিরসন করতে দ্রুত ভিসি নিয়োগেরও দাবি জানান তিনি। এদিকে কর্মচারীদের কর্মবিরতিতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন হলে এবং অনুষদীয় ভবনে দায়িত্বরত কর্মচারীরা না থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে রেজিস্ট্রার মো.আবদুল খালেক বলেন, বেতন-ভাতা দ্রুত দিতে আমরা সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে যাচ্ছি।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।