চসিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র নাছির
আইনগত বাধ্যবাধকতার কারণে দাফতরিক কোনো কাজ করতে না পারলেও সিটি কর্পোরেশনের বাইরে থেকে কর্মকর্তাদের মৌখিক বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। তার ধারাবাহিকতায় সোমবার বেলা ১২টায় চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনির্বাচিত মেয়র ।
থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। গত ২৮ এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়ে আইনে গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা থাকায় ৬ মে শপথ নেন তিন মেয়রসহ নির্বাচিত কাউন্সিলররা। শপথ নিলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের জন্য চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে আরও প্রায় আড়াই মাস অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।
সূত্রমতে, আইন অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী ২৬ জুলাই।
এসএস/এমএস