চলে গেলেন পণ্ডিত রামকানাই দাশ
একুশে পদক বিজয়ী বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত রামকানাই দাশ মারা গেছেন। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ছেলে পিনু সেন দাশ বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২৭ আগস্ট তাকে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।
পণ্ডিত রামকানাই দাশ পুরাতন বাংলা গান নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন। নাগরিক শ্রোতাদের কাছে পুরাতন বাংলা গানকে জনপ্রিয় করতে চেয়েছিলেন তিনি। দেশে ও দেশের বাইরে তাঁর অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন।
পণ্ডিত রামকানাই দাশের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা জ্ঞাপন করেছেন।
পণ্ডিত রামকানাই দাশ ১৯৩৫ সালে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। কাজের স্বীকৃতি হিসেবে এ বছর তিনি একুশে পদক লাভ করেন। ১৯৬৭ সাল থেকে সিলেট বেতারে নিয়মিত সঙ্গীতশিল্পী হিসেবে গান পরিবেশন করেন।
জীবদ্দশায় তার পাঁচটি গানের অ্যালবাম বের হয়। এগুলো হলো- বন্ধুর বাঁশি বাজে (২০০৪), সুরধ্বনির কিনারায় (২০০৫), রাগাঞ্জলি (২০০৬), অসময়ে ধরলাম পাড়ি (২০০৬) ও পাগলা মাঝি (২০১০)।
তিনি ১৯৯৭ সালে ওস্তাদ মোজাম্মেল হোসেন পদক পান। এ ছাড়া ২০০৭ সালে ওস্তাদ মোশাররফ হোসেন পদক, ২০১১ সালে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’, ২০১২ বাংলা একাডেমি ফেলোশিপ, ২০০০ সালে দেশের শ্রেষ্ঠ সঙ্গীত গুণী হিসেবে বাংলাদেশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ থেকে রবীন্দ্র পদক এবং একুশে পদক (২০১৪) পান।