হাইওয়ে পুলিশের এএসপি মিজানুরের মরদেহ উদ্ধার
বিরুলিয়া ব্রিজের পাশ থেকে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে রাজধানীর রূপনগর থানা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের মিরপুর জোনের রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গলায় গার্মেন্টের ঝুট কাপড় পেঁচানো ছিল। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তাদের কাজ শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’
তিনি জাগো নিউজকে বলেন, ‘মিজানুর রহমানের আনুমানিক বয়স পঞ্চাশের বেশি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তদন্তের আগে তা বলা সম্ভব নয়।’
পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমান হাইওয়ে পুলিশ সাভার এলাকার দায়িত্বে ছিলেন। তার বাসা উত্তরার ৫ নম্বর সেক্টরে। সকাল ৬টায় ডিউটিতে বের হন তিনি। এরপর আর যোগাযোগ ছিল না বাসার সঙ্গে। হাইওয়ে দিয়ে একটা বাস যাওয়ার সময় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
জেইউ/এআর/এসএইচএস/আরআইপি/জেআইএম