জেলায় জেলায় গাড়ি চালকদের প্রশিক্ষণ কেন্দ্র চাই : ইলিয়াস কাঞ্চন


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১৮ মে ২০১৫

`নিরাপদ সড়ক চাই`র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, জেলায় জেলায় গাড়ি চালকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। শুধু তাই নয় যারা অন্যায় করছেন তারা পার পেয়ে যাচ্ছেন। এর ফলে একের পর এক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন। আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না। গাইবান্ধায় নিরাপদ সড়ক চাই আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বারবার তাগিদ দিলেও রাষ্ট্র তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। পাঠ্যবই থেকে শুরু করে প্রচার মাধ্যম সব জায়গায় জনসচেতনতা সৃষ্টির ব্যবস্থা করতে হবে।

তিনি সোমবার সকালে দুর্ঘটনারোধে জনসচেতনতা শীর্ষক একটি র্যালির উদ্বোধন করেন। আসাদুজ্জামান স্কুল থেকে বের হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এহছানে এলাহী, পুলিশ সুপার আশরাফুল ইসলামসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।

অমিত দাশ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।