কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ-পরিবারকে স্বীকৃতি প্রদান


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৭ মে ২০১৫

২০১৪ সালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্বীকৃতি দিল বাংলাদেশ পুলিশ। রোববার বিকেলে নিহতদের গৌরবোজ্জ্বল অবদানের জন্য তাদের পরিবারকে এ স্বীকৃতি স্মারক প্রদান করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ পুলিশের মোট ১০২ জন সদস্য কর্তব্যরত অবস্থায় তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। অশ্রুসিক্ত চোখে তাদের পরিবারের সদস্যরা স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেন, শহীদ পুলিশ সদস্য ও তার পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। শহীদ পুলিশদের কারণে দেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা থেকে পথ খুঁজে পেয়েছে। বাংলাদেশে এখন যে শান্তির সুবাতাস বইছে এর দাবিদার একমাত্র পুলিশ। দেশ, জাতি ও বাংলাদেশ পুলিশ সর্বদা আপনাদের সঙ্গে আছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজি) একেএম শহীদুল হক। তিনি বলেন, কারো পরিবার অভিযোগ নিয়ে আসলে তাকে সাহায্য সহযোগিতা করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও কোনে শহীদ পুলিশের সন্তান চাকরি পাবার উপযোগী হলে পুলিশ সদর দফতরে যোগাযোগের অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের জন্য নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ পুলিশ।

এআর/এসএইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।