ফাইনালে সানিয়া-হিঙ্গিসের হার


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৭ মে ২০১৫

স্বপ্ন দেখিয়েও প্রত্যাশা পূরণ করতে পারলেন না সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। ফলে ইন্দো-সুইস পার্টনাররা খালি হাতেই রোম থেকে ফিরছেন। রোববার রোম মাস্টার্সের ফাইনালে হেরে গেলেন তারা। হাঙ্গেরি ও ফরাসি জুটি টিমিয়া বাবোস ও ক্রিস্টিয়ানা মাদেনোভিচের কাছে বশ্যতা স্বীকার করে নিল বিশ্বের এক নম্বর জুটি।

এদিন এক ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ের পর সানিয়ারা হারলেন। টিমিয়াদের পক্ষে ফল ৬-৪, ৬-৩। শুরু থেকেই ছন্দে ছিলেন না সানিয়ারা। ফলে সহজেই তাদের উপর চেপে বসেন টিমিয়ারা।

এর আগেরদিন শনিবার সানিয়ারা টুর্নামেন্টের চতুর্থ বাছাই ক্যারোলিন গার্সিয়া ও ক্যাটারিন সৃবোতনিককে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলেন।

হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি মাস্টার্স ও ফ্যামিলি সার্কল কাপ ট্রফি-সহ টানা তিনটি টুর্নামেন্টেই জয়ের পতাকা উড়িয়েছিলেন সানিয়া। কিন্তু বিশ্বের এক নম্বর জুটিকে স্টুটগার্টে ওপেনে হারতে হয়েছিল। আবার রোম মাস্টার্সেও হার। ফলে জয়ের ট্র্যাকে আর ফেরা হল না সানিয়াদের।

এসএইচএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।